সোনার দাম এবার মধ্যবিত্তের নাগালের বাইরে?

এই মুহূর্তে সোনার দাম একেবারে আকাশ ছোঁয়া। গত শনিবার থেকেই বেড়ে চলেছে সোনার দাম। সোনা কেনার দাম ও সোনা বিক্রি করার দামের মধ্যেও পার্থক্য রয়েছে খানিকটা।

New Update
golddddd

নিজস্ব সংবাদদাতা: গত সপ্তাহের মাঝামাঝি থেকেই লাফিয়ে বাড়ছে সোনার দাম। গত শনিবারও দাম বেড়েছিল। সপ্তাহের শুরুতেও ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেটের সোনার দাম বেশ কিছুটা বেড়েছে।

শনিবারের তুলনায় আজ ২৪ ক্যারেট সোনার দাম ১৪ টাকা বেড়ে হয়েছে ৬১৮৮ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাত্‍ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪ টাকা বেড়ে হয়েছে ৫৯৭৮ টাকা।

কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য লক্ষ্য করা গেছে। ৫৯৭৮ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬৩১ টাকা।

অন্যদিকে, রুপোর দাম আজ খানিকটা কমেছে। এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭১৩১৪ টাকা।

 

add 4.jpeg

cityaddnew

স

স