New Update
/anm-bengali/media/media_files/BaOSci6mcmWq2WyACBzc.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ এই বাজেট নিয়ে দেশের সব শ্রেণির মানুষের প্রত্যাশা অনেক বেশি। জনগণ আশা করছে, এবার সরকারের পক্ষ থেকে তাদের কিছুটা স্বস্তি দেওয়া হবে। এর কারণ হলো, জাতীয় নির্বাচনের আগেই এই বাজেট পেশ করা হবে। সরকার সাধারণ মানুষের জন্য কিছু ঘোষণা করতেই পারে। করদাতারা আশা করছেন যে তাদের জন্য আয়কর ধারা ৮০ সি এর সীমা বাড়ানো যেতে পারে।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us