বুদ্ধ পূর্ণিমা : একাধিক শুভ যোগ! জেনে নিন সময়

বুদ্ধ পূর্ণিমায় খুলতে চলেছে ভাগ্য। একাধিক শুভ যোগ রয়েছে দিনটিতে। জেনে নিন সময়।

author-image
Pallabi Sanyal
New Update
star

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : ২০২৩ সালের ৫ মে বুদ্ধ পূর্ণিমা। চলতি বছরে একাধিক শুভ যোগ আসতে চলেছে দিনটিতে।  বুদ্ধ পূর্ণিমার রাত রাত ৯টা ৩৭ মিনিট পর্যন্ত স্বাতি যোগ থাকবে, তার পর বিশাখা নক্ষত্রের সূচনা হবে। এই দুই নক্ষত্রকেই অত্যন্ত শুভ মনে করা হয়। আবার রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ থাকবে। জ্যোতিষ শাস্ত্র মতে,সিদ্ধি যোগ অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে যে কাজই করুন না কেন সাফল্য এক প্রকার নিশ্চিত। সেই সঙ্গে বুদ্ধ পূর্ণিমায় তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগও।এই তিথিতে মেষ রাশিতে সূর্য, রাহু, বুধ ও বৃহস্পতি মিলে এই যোগ তৈরি করবে। মিথুনে হবে মঙ্গল ও শুক্রের আগমন।  কুম্ভে বিরাজ করবে শনি। এর প্রভাবও পড়তে চলেছে ভাগ্যে।



ad.jpg