New Update
/anm-bengali/media/media_files/TixpvV9oCIcKLoBTHwT2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হিরোশিমায় অনুষ্ঠিত হতে চলছে জি-৭ সম্মেলন। এই সম্মেলনেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার একথা জানিয়েছে ইউক্রেনের চিফ অব স্টাফ ইয়ারমাক। তিনি জানিয়েছেন , দুই রাষ্ট্রনেতা আন্তর্জাতিক ফাইটার জেট নিয়ে আলোচনা করবে। এছাড়াও , ইউক্রেনীয় প্রেসিডেন্ট নাগরিকদের সুরক্ষার জন্য বাইডেনের কাছে সাহায্য চাইবে। ইতিমধ্যেই এই জি-৭ সম্মেলনকে ঘিরে ইউক্রেন জুড়ে শুরু হয়েছে উত্তেজনা।
#BREAKING Zelensky to meet Biden 'in the coming days': Ukrainian chief of staff pic.twitter.com/V0uuPytHk0
— AFP News Agency (@AFP) May 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us