/anm-bengali/media/media_files/r5uK57QUJj6FKM6vQklM.jpg)
যুবরাজ সিং
নিজস্ব সংবাদদাতা : ১৪ মে মাদার্স ডে। কেউ সম্বোধন করে 'মা' বলে, কেউ ডাকে 'মম', আবার কেউবা ডাকে 'মাম্মি'। যে যেভাবেই সম্বোধন করুক না কেন দিনটি সকলের কাছেই সমানব গুরুত্বপূর্ণ। রবিবার উদযাপিত হচ্ছে মা দিবস। বিশেষ দিনে ট্যুইটারে আবেগঘন পোস্ট করলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। পাশাপাশি দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একটি তার সঙ্গে তার মায়ের। অন্যটি, তার স্ত্রীর সঙ্গে তার সন্তানদের। দুই মাকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি নিঃশর্তভাবে ভালোবাসার জন্য। মায়ের কাছে যেমন সব আবদার করা যায়, তেমনই অভিমান হলে রাগও দেখানো যায়। সেভাবেই মেজাজ সহ্য করার জন্যও মায়েদের স্মরণ করেছেন যুবি। তবে, একটা দিনই যথেষ্ট নয় দিনটি উদযাপনের জন্য। সেকথাও উল্লেখ করেছেন তিনি।
For putting up with our mood swings and loving us unconditionally, there ought to be more than just one day to celebrate mothers ❤️
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 14, 2023
Happy Mother’s Day maata and Ori ki maata! Love you both loads 🤗 ❤️#ShabnamSingh@hazelkeech#HappyMothersDay#MothersDaypic.twitter.com/kATekfBAlB
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us