New Update
/anm-bengali/media/media_files/3uYQrp32YLEEfQ9alUGO.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিশ্বের প্রাচীনতম হিব্রু বাইবেল বুধবার নিউইয়র্কে নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ৩৮.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বাইবেলটি। বাইবেলটি ১০০০ বছরেরও বেশি পুরোনো বলে জানা যাচ্ছে। নিলামে বিক্রি হওয়া সবচেয়ে মূল্যবান পাণ্ডুলিপির রেকর্ড স্থাপন করেছে এই বাইবেলটি। বাইবেলটির নাম 'কোডেক্স স্যাসুন'।

বাইবেলটি নবম শতাব্দীর শেষ থেকে দশম শতাব্দীর শুরুর দিকের বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম সবচেয়ে সম্পূর্ণ হিব্রু বাইবেল এটি। জানা যাচ্ছে, বাইবেলটি কেনার জন্য নিমাল চলে ৪ মিনিট ধরে। বাইবেলটি আমেরিকার প্রাক্তন কূটনীতিক আলফ্রেড মোসেস কিনেছেন। এটি ইসরায়েলের তেল আবিবের ইহুদি জনগণের একটি মিউজিয়ামে উপহার হিসাবে দেবে সে।
#BREAKING Ancient Hebrew Bible sells for record $38.1 mn: Sotheby's pic.twitter.com/1TVPb5j4Ba
— AFP News Agency (@AFP) May 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us