/anm-bengali/media/media_files/VI7rfScoNUiOu3BXWEAT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় রাজনাথ সিং বলেন, ‘সিডনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) চমৎকার ভাষণ দিয়েছেন। তিনি একজন রাষ্ট্রনায়কের মতো কথা বলেছেন এবং ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশেষ সংযোগের কথা তুলে ধরেছেন। তাঁর ভাষণে একটি সমৃদ্ধ জাতি ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার জন্য ১.৪ বিলিয়ন ভারতবাসীর সম্মিলিত ইচ্ছার কথা শোনা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বিশ্বজুড়ে বেড়েছে। এটি বিশ্বে ভারতের ক্রমবর্ধমান মর্যাদাকে প্রতিফলিত করে।‘
Wonderful speech by PM Shri @narendramodi in Sydney! He spoke like a statesman and highlighted the special connect between India and Australia. His address encapsulated the collective will of 1.4 billion Indians to build a prosperous nation and peaceful world.
— Rajnath Singh (@rajnathsingh) May 23, 2023
Prime Minister…