New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ৬ দিনে রাজ্যে ৩টি বিস্ফোরণ। এগরা, বজবজের পর আবার চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের দুবরাজপুরে। সিঁড়ির নিচে ২০-২৫টি বোমা মজুত করা ছিল বলে অভিযোগ। জানা গেছে যে বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে জ্ঞান হারাল এক মহিলা। তৃণমূল সমর্থক শেখ শফিকের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে, দাবি স্থানীয়দের। কী কারণে বাড়িতে এতো বিপুল পরিমাণে বোমা মজুত করা ছিল সেটা নিয়ে শোরগোল পড়ে গেছে এলাকায়। প্রবল বিস্ফোরণে বাড়ির একাংশ উড়ে যাওয়ার পাশাপাশি ভেঙেছে দেওয়াল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us