New Update
/anm-bengali/media/media_files/aYEkjBlD2UMKgzCSaq9X.jpg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিশাল জয় পেয়েছে কংগ্রেস। কংগ্রেসের ঝড়ে বিপর্যস্ত হয়েছে বিজেপি। আজ কংগ্রেসের তরফে বেঙ্গালুরুতে একটি বৈঠক ডেকেছে কংগ্রেস। এই বৈঠকেই আশা করা হচ্ছে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে। মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন ডিকে শিবকুমার ও সিদ্দারামাইয়া। তবে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী তা এখনও জানা না গেলেও উদযাপন শুরু হয়েছে সিদ্দারামাইয়ার বাসভবনের বাইরে। ইতিমধ্যেই বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে নিজের বাসভবন থেকে বেড়িয়েছেন সিদ্দারামাইয়া। দেখুন সেই ভিডিও-
#WATCH | Bengaluru: Congress leader Siddaramaiah leaves from his residence#Karnataka Congress will hold its first CLP meeting today pic.twitter.com/q28nOosViU
— ANI (@ANI) May 14, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us