New Update
/anm-bengali/media/media_files/WZBKRsiMkpaN7CYxKYko.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালে বাসেল বনাম ফিওরেন্টিনা এবং এজেড অলকমার বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাসেল বনাম ফিওরেন্টিনা ম্যাচে ফিওরেন্টিনা জয় লাভ করেছে। ফিওরেন্টিনা এই ম্যাচটিতে পরপর ৩ টি গোল করে। অপরদিকে বাসেল মাত্র ১ টি গোল করে। ফলে বাসেলের বিরুদ্ধে বড় জয় পেয়ে ফিওরেন্টিনা ফাইনালে পৌঁছেছে।
এজেড অলকমার বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচটিতে ওয়েস্ট হ্যাম জয়লাভ করেছে। ওয়েস্ট হ্যাম ম্যাচটিতে ১ টি গোল করেছে। বিপক্ষে ১ টিও গোল করতে পারেনি এজেড অলকমার। ফলে ফাইনালে খেলবে ওয়েস্ট হ্যাম ও ফিওরেন্টিনা।
#BREAKING Fiorentina to face West Ham in Europa Conference League final#AFPSportspic.twitter.com/HnyHtmmtpu
— AFP News Agency (@AFP) May 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us