/anm-bengali/media/media_files/43m9JbE9PUUxSKTPYUrp.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে ১৩৫ টি আসন পেয়ে বিশাল জয় পেয়েছে কংগ্রেস। জয়ের নেপথ্যের দুই নায়ক হিসাবে দেখা হচ্ছে সিদ্দারামাইয়া ও শিবকুমারকে। বর্তমানে মুখ্যমন্ত্রীর দৌড়েও রয়েছেন এই দুই নেতাই। গতকাল দিল্লি গিয়েছেন সিদ্দারামাইয়া। আজ দিল্লি যাচ্ছেন শিবকুমার। ইতিমধ্যেই তিনি বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছেছেন। এবার তিনি যেকোনো পরিস্থিতিতে দলের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, " আমাদের একটি ইউনাইটেড হাউস, আমাদের সংখ্যা ১৩৫। আমি এখানে কাউকে ভাগ করতে চাই না। তারা আমাকে পছন্দ করুক বা না করুক, আমি একজন দায়িত্বশীল মানুষ। আমি পিঠে ছুরিকাঘাত করব না এবং আমি ব্ল্যাকমেইল করব না"।
Bengaluru: Ours is a united house, our number is 135. I don't want to divide anyone here. Whether they like me or not, I am a responsible man. I will not backstab and I will not blackmail: Karnataka Congress president DK Shivakumar before leaving for Delhi pic.twitter.com/T1TQgAvaIP
— ANI (@ANI) May 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us