/anm-bengali/media/member_avatars/3YvX4WkzZJCyuZXpyuXw.jpg )
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: আজ কিছুক্ষণ পরেই বৈঠকে বসতে চলেছে এনডিএ জোটের সংসদীয় দল। সূত্রের খবর, এই বৈঠকেই সর্ব সম্মতিতে জোটের নেতা হিসেবে নির্বাচন করা হবে নরেন্দ্র মোদীকে।
আরও জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টায় শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী।
আজ, সংসদের সেন্ট্রাল হলে এনডিএ জোটের এই বৈঠক অনুষ্ঠিত হবে।