New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: সময়ে প্রয়োজনীয় নির্বাচন আয়োজন করে, বোর্ড গঠন করতে পারেনি ভারতীয় কুস্তি সংস্থা। সেই কারণেই বিরাট শাস্তির মুখে পড়তে হল তাঁদের। কুস্তির সর্বোচ্চ সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের তরফে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করা হল।
UWW, the world governing body for wrestling, suspends WFI for not holding its elections on time
— Press Trust of India (@PTI_News) August 24, 2023
এই বিষয়ে ভারতীয় অলিম্পিক্স কর্তৃপক্ষকে চিঠিও পাঠিয়েছে কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শীঘ্রই আইএ-র তরফে একটি বৈঠকের আয়োজন করা হবে, যেখানে এই চিঠির কী জবাব দেওয়া যায়, সেই বিষয়ে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us