New Update
/anm-bengali/media/media_files/2WYcVzd3iaBWlsFuTwxW.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আজ জীবনাবসান ঘটেছে। শোকে ভেঙে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “আজ বুদ্ধদেব ভট্টাচার্যের মুখটা খুব মনে পড়ছে।”
/anm-bengali/media/media_files/gvYx7QhLR9hxnnS5PWNR.jpg)
তিনি আরও বলেন, “২০১১ সালে আমার শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন বুদ্ধবাবু। রাজনৈতিক মত বিরোধ থাকলেও সৌজন্য সবার ওপরে। বুদ্ধবাবুর সঙ্গে আলাপচারিতার অনেক স্মৃতি আছে।”
/anm-bengali/media/media_files/6Nx7XLSrDCDLlAWbvUrP.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us