New Update
/anm-bengali/media/media_files/QcpG6IyxYfvV5nG2nxAX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুদানে সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীর র্যাপিড গোষ্ঠীর মধ্যে লাগাতার চলছে সংঘর্ষ। এই সংঘর্ষের মাঝে রবিবার যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে , সুদানে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শুরু হবে ২২ শে মে থেকে। টানা ৭ দিন চলবে এই যুদ্ধ বিরতি। তবে এই যুদ্ধবিরতির জেরে সুদানে আদৌ শান্তি ফিরে আসবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। উল্লেখ্য, এরআগে বহুবার সুদানে যুদ্ধবিরতির আহ্বান জানালো হলেও ফের শুরু হয়েছিল সংঘর্ষ। তাই যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি ঘোষণার দিকে তাকিয়ে আছে সুদানের নাগরিকরা।
#BREAKING
— AFP News Agency (@AFP) May 20, 2023
Week-long ceasefire to begin in Sudan on May 22: US pic.twitter.com/20zgLQKmIj
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us