সাবধান! কলকাতা সহ একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি

আগামী কয়েকদিন কালবৈশাখী সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুধু পূর্ব মেদনীপুর জেলা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে। যার প্রভাবে রাজ্যের পারদ নিম্নমুখী হবে।

author-image
SWETA MITRA
New Update
alert.jpg



নিজস্ব সংবাদদাতাঃ আপনিও কি বাড়ির বাইরে আছেন? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই আপনার দেখে নেওয়া উচিৎ। কারণ আবহাওয়া (Weather Update) নিয়ে বিরাট খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়ার দুই এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া একাধিক জেলায় কমলা সতর্কতা অবধি জারি করা হয়েছে।