New Update
/anm-bengali/media/media_files/5PpubIeybcmtbsJHTlnn.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ এক সময় ফর্মে না থাকা কোহলিকে কঠিন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেইসময় একমাত্র বিরাটের হাত শক্ত করে ধরেছিলেন অনুষ্কা। সব পরিস্থিতিতে স্বামীকে আগলে রেখেছেন নায়িকা, শুধু তাই নয় অনুষ্কা না থাকলে হয়ত ‘পাগল’ যেতেন বিরাট, এমন কথাও বলতে শোনা গেল বিরাটকে। বিরাট জানান, ‘অনুষ্কা বোঝে পাবলিক ফিগার হওয়ার জ্বালা ঠিক কতখানি। খুব কাছ থেকে গোটা ব্যাপারটা দেখেছে। তাই ওর সঙ্গে আলোচনা করাটা আমার কাছে অমূল্য, ও সবসময় আমাকে সত্যিটা বলে। সত্যি বলতে আমি এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছিলাম যে আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। আমাকে যদি সেটার সমাধান খুঁজতে হত, তাহলে হয়ত আমি পাগল হয়ে যেতাম। হয়ত আরও বেশি নাভার্স এবং খামখেয়ালী হয়ে যেতাম। কিন্তু অনুষ্কা আমাকে আরও বেশি নম্র করেছে, আমরা একসঙ্গে বড় হয়েছি’।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us