New Update
/anm-bengali/media/media_files/pu7P2mddYZ5hC9QEvWem.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার মহারাষ্ট্রের আকোলার ওল্ড সিটি থানা এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আকোলার ওল্ড সিটি থানা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যেই ওই সংঘর্ষের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে , দুই গোষ্ঠীর সদস্যরা একে অপরের দিকে পাথর ছুড়ছে, যানবাহন ভাঙচুর করছে এবং রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কি কারণে এই বিরোধ লাগলো তা এখনও পর্যন্ত জানা যায়নি।
Maharashtra: Violent clash between 2 groups in Akola, Section 144 imposed
— ANI Digital (@ani_digital) May 13, 2023
Read @ANI Story | https://t.co/cnWqbGdYIG#Maharashtra#Akolaviolence#Akola#Section144pic.twitter.com/F3h4LSGvdG
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us