/anm-bengali/media/media_files/Bj3mWucOSJcLFxxSm8Zi.jpg)
কর্ণাটকে কংগ্রেসের বিজয় উৎসব
নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকে জয়ের উল্লাস হাত শিবিরে। বিজেপিকে পিছনে ফেলে দিয়ে ব্যাপক ভোট মার্জিনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার পর প্রথম নির্বাচন হয় কর্ণাটকে। ভোট গণনার সকাল থেকেই মুখে হাসি কংগ্রেস কর্মী-সমর্থকদের। ইতিমধ্যেই বেল্লারিতে বিজয় মিছিল শুরু হয়ে গিয়েছে। কার্যত জনজোয়ার বয়ে যাচ্ছে। চিত্রটা যেন ভারত জোড়ো যাত্রারই রিপিট টেলিকাস্ট। যেভাবে রাহুলের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছিলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা, তেমনই কংগ্রেস প্রার্থীর সম্ভাব্য জয়কে কেন্দ্র করে আগাম জয়ের উদযাপন শুরু। উক্ত কেন্দ্রে কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন নারা ভারত। বেল্লারিতে বিপুল ভোট ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। ট্যাবলো সাজিয়ে বিজয় মিছিলে মেতেছেন তার অনুগামীরা। দলীয় পতাকা হাতে নিয়ে বিজয় উৎসবে মেতেছেন কংগ্রেস কর্মীরা। দেখুন ভিডিও।
Have a look 👇
— Ayush Jain (@aestheticayush6) May 13, 2023
Nara Bharath Reddy winning road show,
He is the congress candidate leading in Bellary with huge margin. #KarnatakaPolls#KarnatakaElectionResults2023pic.twitter.com/nKFgGjTCGR
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us