জ্ঞানব্যাপী মসজিদ মামলা: বিরাট রায় আদালতের

জ্ঞানব্যাপী (Gyanvapi mosque) মসজিদ মামলা নিয়ে বড় রায় দিল বারাণসী জেলা আদালত। আজ মঙ্গলবার বারাণসী জেলা আদালত সমস্ত মামলা একত্রিত করার নির্দেশ দিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
gyanvapi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জ্ঞানব্যাপী (Gyanvapi mosque) মসজিদ মামলা নিয়ে বড় রায় দিল বারাণসীজেলাআদালত। আজ মঙ্গলবার বারাণসীজেলাআদালত সমস্তমামলাএকত্রিতকরারনির্দেশদিয়েছে। এদিন হাইকোর্ট জানিয়েছে,সমস্তআটটিমামলাসম্মিলিতভাবেশুনানিকরাহবে। 

একইআদালতে৮টিমামলারশুনানিএকযোগেকরারনির্দেশদিয়েছে আদালত।আঞ্জুমানইন্তেজামিয়ামসজিদকমিটিকার্বনডেটিংএবংগ্রাউন্ডপেনিট্রেটিংরাডার (জিপিআর) প্রযুক্তিরসাহায্যেবিতর্কিতস্থানেরজরিপপরিচালনারজন্যভারতীয়প্রত্নতাত্ত্বিকজরিপ (এএসআই) প্রয়োগেরবিষয়েআপত্তিজানিয়েছে।জেলাজজডঃঅজয়কৃষ্ণবিশ্বেশেরআদালতপরবর্তীশুনানিরজন্যজুলাইতারিখধার্যকরেছেন।