/anm-bengali/media/media_files/NPI1bh4xmzGPC87TBItq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জ্ঞানব্যাপী (Gyanvapi mosque) মসজিদ মামলা নিয়ে বড় রায় দিল বারাণসী জেলা আদালত। আজ মঙ্গলবার বারাণসী জেলা আদালত সমস্ত মামলা একত্রিত করার নির্দেশ দিয়েছে। এদিন হাইকোর্ট জানিয়েছে, সমস্ত আটটি মামলা সম্মিলিতভাবে শুনানি করা হবে।
একই আদালতে ৮টি মামলার শুনানি একযোগে করার নির্দেশ দিয়েছে আদালত। আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি কার্বন ডেটিং এবং গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার (জিপিআর) প্রযুক্তির সাহায্যে বিতর্কিত স্থানের জরিপ পরিচালনার জন্য ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) প্রয়োগের বিষয়ে আপত্তি জানিয়েছে। জেলা জজ ডঃ অজয় কৃষ্ণ বিশ্বেশের আদালত পরবর্তী শুনানির জন্য ৭ জুলাই তারিখ ধার্য করেছেন।
Gyanvapi mosque matter | Varanasi District Court orders clubbing of all cases, all eight cases to be heard collectively. Now, all the cases related to the Gyanvapi matter will be heard together in the same court. pic.twitter.com/Genx2czByJ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 23, 2023