/anm-bengali/media/media_files/GbguKMJ5XVQRQY66283M.jpg)
নিজস্ব সংবাদদাতা : হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হতে না হতেই একের পর এক অভিযোগ। জাজপুড়ে দুর্যোগের কবলে বন্দে ভারত। ঝড়-বৃষ্টিতে ভেঙেছে জানলার কাছ। বাজ পড়ে বিকল ইঞ্জিন। তার ওপর কাজ করছে না এসি। একেই ট্রেন আটকে রয়েছে। বায়ু চলাচলের কোনো মাধ্যম নেই বলে অভিযোগ করেছেন এক যাত্রী। শরৎ চন্দ্র পট্টনায়ক নামে এক ব্যক্তি তো আবার সরাসরি রেলমন্ত্রীকে ট্যাগ করে লিখেছেন, স্যার যাত্রীরা আজ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে দুর্ভোগ পোহাচ্ছেন কারণ সেখানে বিদ্যুৎ, আলো বা এসি কাজ করছে না। এমনকি দরজাও খুলছে না এবং ট্রেনটি একটি সেতুর ওপরে রয়েছে। দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় আলোকপাত করুন।
@drmkgp @DRMKhurdaRoad @RailMinIndia @PMOIndia@VandeBharatExp
— Satyajeet Tripathy (@satyajeetstanc) May 21, 2023
22896VandeBharat express on the way to Howrah stucked for last 2hours #window broken due to hailstorm@Baitarnibridge no back-up/support plan in place.Passengers are experiencing #VandeBharat super-fast speed and… pic.twitter.com/NpyrphTdd4
@RailwaySeva Sir request you to kindly look into the Vande Bharat from Puri to Howrah and there is no AC working neither the door is getting opened nor there is any other source of ventilation. train is stranded on the bridge. they are in complete dark . Pls imagine the plight
— Sarat Chandra Patnaik (@50f4572f2ee1476) May 21, 2023
@AshwiniVaishnaw Sir passengers are suffering like anything in the Vande Bharat Express train today as neither there is electricity, light nor the AC is working. Even the doors are not opening due to suffocation and the train is over a bridge. Pls imagine the plight of this train
— Sarat Chandra Patnaik (@50f4572f2ee1476) May 21, 2023