একের পর এক অভিযোগ!

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হতে না হতেই একের পর এক অভিযোগ। জাজপুড়ে দুর্যোগের কবলে বন্দে ভারত। ঝড়-বৃষ্টিতে ভেঙেছে জানলার কাছ। বাজ পড়ে বিকল ইঞ্জিন।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
vandebhart

নিজস্ব সংবাদদাতা : হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হতে না হতেই একের পর এক অভিযোগ। জাজপুড়ে দুর্যোগের কবলে বন্দে ভারত। ঝড়-বৃষ্টিতে ভেঙেছে জানলার কাছ। বাজ পড়ে বিকল ইঞ্জিন। তার ওপর কাজ করছে না এসি। একেই ট্রেন আটকে রয়েছে। বায়ু চলাচলের কোনো মাধ্যম নেই বলে অভিযোগ করেছেন এক যাত্রী।  শরৎ চন্দ্র পট্টনায়ক নামে এক ব্যক্তি তো আবার সরাসরি রেলমন্ত্রীকে ট্যাগ করে লিখেছেন, স্যার যাত্রীরা আজ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে দুর্ভোগ পোহাচ্ছেন কারণ সেখানে বিদ্যুৎ, আলো বা এসি কাজ করছে না। এমনকি দরজাও খুলছে না এবং ট্রেনটি একটি সেতুর ওপরে রয়েছে। দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় আলোকপাত করুন।