/anm-bengali/media/media_files/2025/05/07/1000200348-236943.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারতের সেনাবাহিনীর 'অপারেশন সিঁদুর' নামক জঙ্গি বিরোধী অভিযানের পর চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে উত্তরপ্রদেশে। রাজ্য জুড়ে রেড অ্যালার্ট ঘোষণা করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
/anm-bengali/media/media_files/g5YxgIgNYLzvujoJXN51.jpg)
রাজ্যের ডিজিপি (DGP) এক সরকারি বার্তায় জানিয়েছেন, রাজ্যের সব পুলিশ ইউনিটকে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ সরকারি ও কৌশলগত স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/05/07/1000200343-686794.jpg)
ডিজিপি আরও জানিয়েছেন, “উত্তরপ্রদেশ পুলিশ সম্পূর্ণ সতর্ক, প্রস্তুত এবং সজ্জিত। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জয় হিন্দ!”অর্থাৎ, সেনাবাহিনীর সফল অভিযানের পর যাতে কোনো প্রতিশোধমূলক হামলা বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে, সেই কারণে গোটা রাজ্য জুড়ে কড়া নজরদারির বন্দোবস্ত করা হয়েছে।
"Red Alert has been declared in Uttar Pradesh following #OperationSindoor — the Indian Army’s targeted strike on terror hideouts. All @Uppolice
— Press Trust of India (@PTI_News) May 7, 2025
field formations have been instructed to coordinate with Defence units and strengthen the security of vital installations. UP Police… pic.twitter.com/CVLTkU6WdC
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us