New Update
/anm-bengali/media/media_files/cWewcY37zKrkxNQx44Gf.jpg)
Kevin McCarthy with Taiwan's president in California on
নিজস্ব সংবাদদাতা: ক্যালিফোর্নিয়ায় সফর করছেন তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইং-ওয়েন। এবার সেখানে সাই ইং-ওয়েনের সঙ্গে চীনের হুমকি সত্ত্বেও সাক্ষাৎ করেছেন মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি। সাই ইং-ওয়েনের সঙ্গে ম্যাকার্থি বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, চীন তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে। চীন অন্যান্য দেশের সঙ্গে তাইওয়ানের যেকোনো আনুষ্ঠানিক যোগাযোগে বাধা দেয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us