New Update
/anm-bengali/media/media_files/7QbdGOb36ICVDBUJiOhI.jpg)
নিজস্ব সংবাদদাতা: মাউন্ট এভারেস্টে এক মার্কিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মার্কিন সরকার। জানা গেছে , ৬৯ বছর বয়সী এই পর্বতারোহী ক্যাম্প-২-তে আচমকাই অসুস্থ হয়ে পড়ায় ওখানেই প্রাণ হারান। ইতিমধ্যেই তাঁর মরদেহ মার্কিন যুক্তরাষ্ট্রে পারি দিয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগেই মাউন্ট এভারেস্টে ট্রেকিং করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন এক ভারতীয়।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us