/anm-bengali/media/media_files/NMS4oqVIhbnlPI8etfAD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রকাশিত হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষা ২০২২ এর চূড়ান্ত ফলাফল। ইউপিএসসি ২০২২ সালের পরীক্ষায় আবারও মহিলারা শীর্ষ তিনটি স্থান অর্জন করেছেন। ইউপিএসসি পরীক্ষায় প্রথম হয়েছে ঈশিতা কিশোর , দ্বিতীয় হয়েছে গরিমা লোহিয়া এবং তৃতীয় হয়েছে উমা হারাথি এন। ইউপিএসসি সিএসই প্রিলিমিনারি পরীক্ষা ৫ই জুন, ২০২২ এ অনুষ্ঠিত হয়েছিল এবং ফলাফল ২২শে জুন ঘোষণা করা হয়েছিল। গত ১৬ থেকে ২৫শে সেপ্টেম্বর মূল পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৬ই ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হয়। গত ১৮ই মে ২০২৩ সালে সাক্ষাৎকার প্রক্রিয়া শেষ হয়। উল্লেখ্য, ইউপিএসসি ২০২২ সালের ফলাফল জানতে পারবেন upsc.gov.in ওয়েবসাইটে।
UPSC declares 2022 Civil Services Exam results.
— ANI (@ANI) May 23, 2023
Ishita Kishore, Garima Lohia and Uma Harathi N secure the top three ranks, respectively pic.twitter.com/ulJZnG7JBi