কাজ করছে না EVM, ভোট দিতে এসে চরম হয়রানির শিকার মানুষ

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে মীরাট, হাপুর, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, বাগপত, বুলন্দশহর, বেরেলি, বাদাউন, শাহজাহানপুর, পিলিভিট, আলিগড়, হাথরাস, কাসগঞ্জ, এটাহ, কানপুর নগর, কানপুর দেহাত ও আমেঠি সহ ৩৮টি জেলায় ভোটগ্রহণ শুরু হয়।

author-image
SWETA MITRA
New Update
up.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার আবারও উত্তরপ্রদেশে (Uttarpradesh) শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।  উত্তর প্রদেশের স্থানীয় নির্বাচনের দ্বিতীয় ও শেষ পর্যায়ের ভোটগ্রহণ বৃহস্পতিবার রাজ্যের ৩৮ টি জেলায় শুরু হয়েছে। এদিন সকাল ৭টা থেকে মীরাট, হাপুর, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, বাগপত, বুলন্দশহর, বেরেলি, বাদাউন, শাহজাহানপুর, পিলিভিট, আলিগড়, হাথরাস, কাসগঞ্জ, এটাহ, কানপুর নগর, কানপুর দেহাত ও আমেঠি সহ ৩৮টি জেলায় ভোটগ্রহণ শুরু হয়। যদিও একাধিক জায়গায় ইভিএম (EVM) মেশিন বিকল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অযোধ্যার সংস্কৃত পাঠশালার ২টি বুথে ইভিএম মেশিন কাজ করছে না। ভোট গ্রহণ শুরু হওয়ার ২৩ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও মেশিন কাজ করছে না বলে খবর। এমনকি ২০০, ২০৩ নম্বর বুথের ইভিএমও কাজ করছে না, যার কারণে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। পাশাপাশি ভোটকেন্দ্রে আলোর কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছেন ভোটদানকারীরা। যদিও বেশ শান্তিপূর্ণভাবেই আজমগড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে বলে শোনা গিয়েছে।