জ্বলছে রাজ্য, তড়িঘড়ি পদক্ষেপ নিলেন অমিত শাহ

মণিপুর সরকার জানিয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের স্বেচ্ছাসেবক ও যুবকদের মধ্যে সংঘর্ষের পর পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
amit shah mani.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের (Manipur) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। গত ৩ মে মণিপুরে একটি ছাত্র সংগঠন 'মাইতেই' সম্প্রদায়কে তফসিলি উপজাতি (এসটি) শ্রেণীতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে আদিবাসীদের আন্দোলন চলাকালীন ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং আগামী পাঁচ দিনের জন্য মণিপুর জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের সঙ্গে কথা বলেছেন। সেইসঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে দুজনে গভীর আলোচনা করেছেন বলে খবর। রাজ্যে ইতিমধ্যে র‍্যাফ (RAF)  পাঠানো হয়েছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত সংখ্যক সেনা ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যের একাধিক স্থানে বলে খবর।