/anm-bengali/media/media_files/2025/04/25/P2xiT0vOXdJ2X8zMNoCg.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বিপাক্ষিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে রাষ্ট্রপুঞ্জ। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের সভাপতি ও রাষ্ট্রপুঞ্জে গ্রিসের স্থায়ী প্রতিনিধি ইভানজেলোস সেকেরিস জানিয়েছেন, প্রয়োজনে এই ইস্যু নিয়ে আলোচনা হতে পারে নিরাপত্তা পরিষদে।
/anm-bengali/media/media_files/2024/11/12/RiVf6R1rm7ivyo6NCnVE.jpg)
সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। এক প্রেস বিবৃতিতে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। সেকেরিস বলেন, “আমরা ভারত ও নেপাল সরকার এবং নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ায় আমরা উদ্বিগ্ন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য সব পক্ষকে শান্তি ও সংলাপের পথে এগোনোর আহ্বান জানাচ্ছি।”রাষ্ট্রপুঞ্জ সূত্রে আরও জানা গেছে, বড় সদস্য রাষ্ট্রগুলি ইতিমধ্যেই দুই দেশের সঙ্গে যোগাযোগে রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us