সোমালিয়াকে সতর্ক করলো জাতিসংঘ

সোমালিয়া সফরে গিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব তার সফরকে 'সংহতির' সফর হিসেবে বর্ণনা করে বলেন, 'আমি এখানে আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক বার্তা দিতে এসেছি।'

author-image
New Update
somalia

নিজস্ব সংবাদদাতা: সোমালিয়া(Somalia) সফরে গিয়েছেন  জাতিসংঘের  (United Nation) মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব তার সফরকে 'সংহতির' সফর হিসেবে বর্ণনা করে বলেন, 'আমি এখানে  আন্তর্জাতিক সমর্থনের প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক বার্তা দিতে এসেছি। কারণ সোমালিয়া  মানবিক সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই  নিরাপত্তা সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে মানবিক  হওয়া দরকার।'