New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: ঝিরিঝিরি বৃষ্টি চলছে। তার মধ্যেই দু'দলের ক্রিকেটাররা মাঠে এসে হাজির হয়েছেন। এর মধ্যে পাওয়া গেল একটি বড় সুখবর। মাঠ ঢেকে দেওয়ার আগে আম্পায়াররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মাঠ নিয়ে কোনও সমস্যা নেই আজ। সুতরাং এখন বৃষ্টি থেমে গেলে কভার তুলে ফেলামাত্রই খেলা শুরু করতে বিশেষ অসুবিধা হবে না মাঠে।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us