IND vs PAK: বৃষ্টির মধ্যেই ম্যাচ নিয়ে এল বড় সুখবর

আজ ভারত আর পাকিস্তান মুখোমুখি আবার মাঠে নামার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। গতকাল এই কারণেই থমকে গিয়েছিল ম্যাচ। কিন্তু আজ এল এক সুখবর। রইল সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: ঝিরিঝিরি বৃষ্টি চলছে। তার মধ্যেই দু'দলের ক্রিকেটাররা মাঠে এসে হাজির হয়েছেন। এর মধ্যে পাওয়া গেল একটি বড় সুখবর। মাঠ ঢেকে দেওয়ার আগে আম্পায়াররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মাঠ নিয়ে কোনও সমস্যা নেই আজ। সুতরাং এখন বৃষ্টি থেমে গেলে কভার তুলে ফেলামাত্রই খেলা শুরু করতে বিশেষ অসুবিধা হবে না মাঠে।

rectify impact.jpg