/anm-bengali/media/media_files/RUJdreFITumSNeBB72W9.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মারিউপোলে। শুক্রবার একথা জানিয়েছেন রুশ মেয়র ওলেগ মর্গুন। এই ঘটনার জেরে জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে রয়েছে। তবে প্রাথমিকভাবে কোন হতাহতের খবর নেই। এই হামলার জেরে শহরের বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য , এই নিয়ে ইউক্রেন মারিউপোলে একই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হামলা চালায়। লাগাতার হামলার জেরে বেশ চিন্তায় পড়েছে রুশ প্রশাসন।