বাখমুত জয় করলো সেনাবাহিনী

বাখমুত জয় করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী । বৃহস্পতিবার একথা জানাল প্রশাসন ।

author-image
New Update
Ukraine Russia (1)

নিজস্ব সংবাদদাতাঃ টানা ১বছর ধরে  সংঘর্ষের পর অবশেষে  বাখমুত জয় করলো ইউক্রেনীয় সেনাবাহিনী।  বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে , রুশ সৈন্যদের ব্যাপক গোলাবর্ষণ সত্ত্বেও বাখমুত জয় করেছে সেনাবাহিনী। এই ঘটনার জেরে আনন্দ ছড়িয়ে পড়েছে গোটা ইউক্রেনে।  উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই বাখমুতের ওপর হামলা চালিয়েছিল রাশিয়া।  অবশেষে আজ মিলল স্বস্তি।  তবে এখনও পর্যন্ত রাশিয়ার তরফ থেকে বাখমুত জয় নিয়ে  কিছু জানানো হয়নি।