যুদ্ধে পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

রুশ আগ্রাসনে ইউক্রেনের পাশে থাকার বার্তা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক । এই ঘোষণার পরই ইউক্রেন জুড়ে শুরু হয়েছে উন্মাদনা ।

author-image
আপডেট করা হয়েছে
New Update
rishi

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার সঙ্গে লাগাতার সংঘর্ষের জেরে ইউক্রেনের পাশে দাঁড়াবে  যুক্তরাষ্ট্র। একথা ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণার পর এবার মুখ খুললেন  ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 'রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জন্য যুদ্ধবিমান সমর্থনের ওয়াশিংটনের ঘোষণাকে আমি স্বাগত জানাচ্ছি।  রাশিয়ার এই আগ্রাসনে  যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ডেনমার্ক ইউক্রেনের পাশে থাকবে। ' উল্লেখ্য,  ঋষি সুনাকের এই ঘোষণার পর বেশ আনন্দিত ইউক্রেনের জনগণ।