/anm-bengali/media/media_files/2025/04/23/1000192485-996246.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ সকালে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার বাসন্তগড় অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, এই সংঘর্ষ এখনও চলছে। নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে বাসন্তগর অঞ্চলে তল্লাশি অভিযান চালায়। সেই সময় জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনী।
/anm-bengali/media/media_files/2025/04/23/sCfA8tS5cnNI10caacm6.jpg)
গত ২২শে এপ্রিল ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হয়েছে। এরপরে ভারতের নিরাপত্তা আরো জোরদার করতে ভারতীয় সেনারা যে কঠোর নজরদারি চালাচ্ছে, আজ সকালের ঘটনা তারই প্রমাণ। যদিও আজকের গুলির সংঘর্ষে একজন ভারতীয় সেনা আহত হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মাত্র দুই দিন আগে, ২২ এপ্রিল, পহেলগাঁওয়ে একটি ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই হামলার পর জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এর মধ্যে উধমপুরের দুধু-বাসন্তগড় অঞ্চলে সংঘর্ষের ফলে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে। বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
J-K: Encounter breaks out between security forces, terrorists in Udhampur
— ANI Digital (@ani_digital) April 24, 2025
Read @ANI Story | https://t.co/6HbjgHyod5#Udhampur#JammuKashmir#Encounterpic.twitter.com/ks3IgLUEzV
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us