/anm-bengali/media/media_files/XWmxm4fax9WiRjmwe3Jm.jpg)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা : অসহ্য গরম। দাবদাহের জ্বালা সহ্য করতে না পেরে গঙ্গায় স্নান করতে গিয়েছিল ২ যুবক। আর তাতেই ঘটলো বিপত্তি। তলিয়ে মৃত্যু হল দুজনেরই। নিহতের নাম মোবারক হোসেন (১৯) এবং আল খাপিস (১৮)।মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধূলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষীনগরের ঘটনা। নদীতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অসাবধানতাবশত মুহূর্তেই তলিয়ে যায় দুই যুবক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নিখোঁজ দুই যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনাস্থলে রয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রায় দু'ঘণ্টা তল্লাশি চালালেও এখনও কাউকে উদ্ধার করা যায়নি। জানা গিয়েছে, রবিবার দুপুরে গাজিনগর থেকে সহকর্মীদের সঙ্গে ঢালাই এর কাজের জন্য লক্ষীনগর আসেন ওই দুই যুবক। কিন্তু একটি বাড়িতে ঢালাই শুরু করার আগেই সাতজন বন্ধু মিলে পাশেই থাকা গঙ্গায় স্নান করতে নামে। সাঁতার না জানায় এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us