দু'দিন ব্যাপী পেনডাউন যাদবপুরে, সমর্থন নেই SFI-এর

মঙ্গলবার ও বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা বা ক্লাসে অংশ নেবে না। এই কর্মসূচিতে সমর্থন নেই এসএফআই-এর। ক্লাসে পরীক্ষায় ব্যাঘাত ঘটাবে না এসএফআই।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
সগ্বেফ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সোমবারের পর মঙ্গলবার এবং বুধবারেও পেনডাউন কর্মসূচির ডাক দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অতিবাম ছাত্র সংগঠন। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলেও পরীক্ষা বা ক্লাসে অংশ নেবে না। যদিও এই কর্মসূচিতে সমর্থন নেই এসএফআই-এর। তারা চায় না বিশ্ববিদ্যালয়ে কোনও সরকারি কাজ হোক । তবে ক্লাসে পরীক্ষায় ব্যাঘাত ঘটাবে না এসএফআই (SFI)।

skuGJDAHabnm,
ফাইল চিত্র