New Update
/anm-bengali/media/media_files/GSv1OHaYo3SjBb2vodx9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সদতপুর থানার অন্তর্গত রেল ব্রিজের উপরে একটি ট্রাক খারাপ হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে দেখা যায় পেছন দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে, ধাক্কা মারার সাথে সাথে ট্রাকে আগুন লেগে যায়।
/anm-bengali/media/media_files/mVLUnEMy2ZZwf6dSNf3k.jpeg)
ওই আগুনে মৃত্যু হয় এক ট্রাক চালকের। মৃত ব্যক্তির নাম ও ঠিকানা এখনো জানা যায়নি। পুলিশ পৌঁছে মৃত্যু দেহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
/anm-bengali/media/media_files/1VmbASNUWRUDxsZ2G8yD.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us