New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হয়েছেন ত্রিপুরা (Tripura) সরকারের প্রাক্তন মন্ত্রী বিধুভুষণ মালাকার। এদিকে তাঁর এহেন মৃত্যুর পর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। তিনি আজ বুধবার এক টুইট বার্তায় লেখেন, ‘ত্রিপুরাসরকারেরপ্রাক্তনমন্ত্রীবিধুভুষণমালাকারমহোদয়েরপ্রয়াণেআমিগভীরভাবেশোকপ্রকাশকরছি।তাঁরবিদেহীআত্মারচিরশান্তিকামনাকরছিএবংপরিবারপ্রিয়জনদেরএইবিয়োগব্যথাসহ্যকরারশক্তিপ্রদানেরজন্যঈশ্বরেরকাছেপ্রার্থনাকরছি।ওঁমশান্তি।‘
ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী বিধুভুষণ মালাকার মহোদয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোক ব্যক্ত করছি।
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) May 24, 2023
তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং পরিবার প্রিয়জনদের এই বিয়োগ ব্যথা সহ্য করার শক্তি প্রদানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ।
ওঁম শান্তি।।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us