বড় আন্দোলনের পথে তৃণমূল! ইঙ্গিত অভিষেকের

কেন্দ্রের বিরুদ্ধে এবার বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা না দিলে এবার দিল্লি স্তব্ধ করার হুঁশিয়ারি দিলেন তিনি।

author-image
Pallabi Sanyal
New Update
অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রের বিরুদ্ধে এবার বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১০০ দিনের টাকা না দিলে এবার দিল্লি (Delhi) স্তব্ধ করার হুঁশিয়ারি দিলেন তিনি। বলেন যে প্রয়োজনে ১০০ দিনের শ্রমিকদের দিল্লি নিয়ে গিয়ে আন্দোলন করবে তৃণমূল। ১০০ দিনের টাকা দিল্লি থেকে ছিনিয়ে আনবেন বলে সুর চড়ান তৃণমূল সাংসদ।  অন্যদিকে, বকেয়া না মেটানোর জন্য দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। বলেন , 'বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি দিয়ে বাংলার টাকা আটকে রেখেছে।' চা শ্রমিকদের টাকা, পিএফ নিয়ে আলিপুরদুয়ারের সভা থেকে ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছেন অভিষেক। বলেন যে ২ মাসের মধ্যে টাকা না দিলেই ঘেরাও করা হবে।