/anm-bengali/media/media_files/B918uXBDMToQIMHRSJmL.png)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে ‘পুলিশি সন্ত্রাস’-এর অভিযোগ তুলে আজ রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি । বঙ্গ বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধকে কেন্দ্র করে আজ সকাল থেকেই জেলায় জেলায় পথ অবরোধ করতে শুরু করে বিজেপি কর্মীরা। এই অবরোধের জেরে ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা। শিয়ালদহ ও হাওড়া শাখায় ব্যাহত হয়েছে একাধিক ট্রেন পরিষেবা।
/anm-bengali/media/media_files/WuQnPI5LCzAqrFNl90Kc.jpeg)
শিয়ালদহ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে অবরোধ করেছে বনধ সমর্থকেরা। অন্যদিকে, হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল আটকে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকেরা। রেললাইনে শুয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকেরা।
/anm-bengali/media/media_files/vkyZTSNR4KWenYWDB8Dq.jpg)
হাওড়া শাখার কোন্নগর স্টেশনেও রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা। যার জেরে ব্যাহত হয়েছে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর সহ বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us