New Update
/anm-bengali/media/media_files/T1Ck8yLAoR2aPQFbRDD8.jpg)
নিজস্ব সংবাদদাতা: জার্মানির উত্তরাঞ্চলে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ৩জন। ক্রসিং পারাপারের সময় রবিবার হ্যানোভার শহরের বাইরে নিউস্টাড অ্যাম রুবেনবার্গের কাছে আঞ্চলিক একটি ট্রেন আচমকাই ধাক্কা মারে ৩জনকে। এই ঘটনায় ইতিমধ্যেই ট্রেনের চালককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার জেরে স্টেশন এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us