New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : সিকিমের পাহাড়ি পথে ফের প্রাণঘাতী দুর্ঘটনা। চুঙথাঙ থেকে মুনসিথাঙ যাওয়ার পথে গভীর খাদে পড়ে যায় একটি পর্যটকবাহী জিপ। গাড়িটিতে চালক-সহ মোট ১১ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/media_files/1000069162.jpg)
ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। এখনও পর্যন্ত একজন পর্যটকের দেহ উদ্ধার হয়েছে। বাকি যাত্রীদের খোঁজে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।
/anm-bengali/media/media_files/yTcOvI0VVZxXzvAxvxhC.jpg)
স্থানীয় সূত্রে খবর, পাহাড়ি রাস্তার এক বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া খারাপ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জখমদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের পাহাড়ি রাস্তায় সাবধানতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us