Manipur: চোখের জলে ছাড়তে হচ্ছে ঘরবাড়ি, বিরাট পদক্ষেপ সেনার

অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে মণিপুরের। বিভিন্ন এলাকায় হিংসার ছবি বারবার প্রকাশ্যে উঠে আসছে। চোখের জলে নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র যেতে হচ্ছে বাসিন্দাদের। জোরকদমে উদ্ধারকার্য চালাচ্ছে ভারতীয় সেনা ও অন্যান্যরা।

author-image
SWETA MITRA
New Update
mani civi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হিংসায় বিধ্বস্ত হয়ে গিয়েছে মণিপুর (Manipur) রাজ্য। কুকি-মেইতেই সম্প্রদায়ের মধ্যে হওয়া সংঘর্ষের কারণে কার্যত জ্বলছে মণিপুর। এরই মাঝে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ২৩,০০০ বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় সেনা ও আসাম রাইফেলস। হাজার হাজার মানুষকে উদ্ধার করে সেনা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ইম্ফল উপত্যকায় আকাশ পথে নজরদারি চালাচ্ছে সেনা। সেইসঙ্গে অশান্তি রোধে মণিপুরের রাস্তায় রাস্তায় টহল দিচ্ছেন নিরাপত্তা রক্ষীরা।