তোশাখানা মামলা: পিছল  ইমরানের আবেদনের শুনানি

তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যানপদ থেকে ইমরান খানকে অপসারণের পাকিস্তানের নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা পিটিশনের শুনানির জন্য লাহোর হাইকোর্ট শনিবার দিন ধার্য করেছে।

author-image
আপডেট করা হয়েছে
New Update
imran khan

নিজস্ব সংবাদদাতাঃ  তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যানপদ থেকে ইমরান খানকে অপসারণের পাকিস্তানের নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা পিটিশনের শুনানির জন্য লাহোর হাইকোর্ট শনিবার দিন ধার্য করেছে। বিচারপতি শহীদ বিলাল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ আগামী ১২ এপ্রিল এই আবেদনের শুনানি করবে।