/anm-bengali/media/media_files/C0ecq78ENQ0iAZT061A1.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ তীব্র দাবদাহের পরিস্থিতিতে অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীর কথা ভেবে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে ফেডারেশন। শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এমনটাই জানালেন ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস। অনেক সময় বিভিন্ন দৃশ্যের জন্য এসি ফ্লোরের বাইরেও শুটিং করতে হয়। এই সময় আউটডোর শুটিং করা সত্যিই কষ্টকর। স্বরূপ বলেন, “এখনই আমি প্রযোজক গিল্ড (ডব্লুএটিপি) এবং ইম্পাকে (ইস্টার্ন ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়াশন) মেল করছি। এই গরমে শুটিং করা সত্যিই কষ্টকর। তাই বেশ কিছু বদল করতে হবে। তাই আলোচনায় বসার জন্য মেল করছি। আউটডোর শুটিং যাতে এখন বন্ধ থাকে তার চেষ্টা করছি। শুটিংয়ের সময়েরও বদল আনা প্রয়োজন। দুপুরের সময়টুকু যাতে শুটিং বন্ধ থাকে, তেমনই প্রস্তাব রাখা হবে আমাদের তরফে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us