New Update
/anm-bengali/media/media_files/Ie55WODM6OPX0cuGrbKp.jpg)
নিজস্ব প্রতিনিধি, ময়নাঃ বিজেপি নেতা খুনের ঘটনায় আজ সকাল থেকে ১২ ঘন্টার ময়না বনধ ডেকেছে বিজেপি (BJP)। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় ১০০ জায়গায় এক ঘন্টা করে বনধ থাকবে বলে গতকালই ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো আজ বুধবার সকাল থেকে বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছে। বিজেপির তরফে স্লোগান চলছে। এছাড়া আপত্তিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মাঝে মধ্যে পথ চলতি মানুষদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসাও হচ্ছে বলে খবর।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us