বিজেপির দুয়ারে এবার তৃণমূলের ১ কোটি চিঠি!

বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র। এবার তাই অভিনব পন্থা অবলম্বন করেছে তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে ১ কোটি চিঠি দেওয়ার কর্মসূচি শুরু করছে তৃণমূল।

author-image
Pallabi Sanyal
New Update
letter

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র। এবার তাই অভিনব পন্থা অবলম্বন করেছে তৃণমূল (TMC)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) ১ কোটি চিঠি দেওয়ার কর্মসূচি শুরু করছে তৃণমূল। আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে চিঠি লেখা। দলীয় কর্মীদের আলিপুরদুয়ারের জনসভা থেকে এমনই নির্দেশ দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, ১ কোটি চিঠি নিয়ে দিল্লিতে যাবেন। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, 'দেখব কীভাবে কেন্দ্র কানে তুলো গুঁজে থাকে।'