তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে! বোমা ফাটালেন TMC সাংসদ

রাজ্যে একদিকে যেখানে একের পর এক বিস্ফোরণে মানুষের কান্না থামছে না সেখানে এবার বিস্ফোরণকে কেন্দ্র করেই নতুন মন্তব্য করে আলোচনায় উঠে এলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

author-image
Anusmita Bhattacharya
23 May 2023
তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে! বোমা ফাটালেন TMC সাংসদ

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে একের পর এক বিস্ফোরণ। রীতিমতো বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা। এগরা, বজবজ, দুবরাজপুরের পর এবার ইংরেজবাজার। এবার বাজি থেকে ঘটা বিস্ফোরণ নিয়ে নতুন তত্ত্ব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলা যায় এক নয়া ফর্মুলা বাতলে দিলেন সৌগত। দাবি করলেন, 'তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে'। তাঁর বক্তব্য, 'এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইট বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে। রাজ্যে ৩৮০০০ গ্রাম, কোথায় বোমা লুকিয়ে আছে পুলিশ জানবে কী করে?' তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তৈরী হয়েছে উত্তেজনা।