/anm-bengali/media/media_files/b6GGvBpdfuzT8U5AwvgO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে সরগরম কর্ণাটক। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এদিকে রাজ্যের আসন্ন ভোটকে পাখির চোখ করে কার্যত 'বজরংবলী'র শরণাপন্ন হয়েছে বিজেপি (BJP) বলে দাবি করেছে বিশিষ্ট মহল। এমনকি সাম্প্রতিক সময়ে কর্ণাটকে ভোটের প্রচার চলাকালীন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) 'জয় বজরংবলী' বলতে শোনা গিয়েছে। অথচ এখনও অবধি তাঁকে মণিপুরের (Manipur) পরিস্থিতি নিয়ে কোনওরকম বিবৃতি দিতে শোনা যায়নি। আর এই নিয়েই এবার আসরে নামল তৃণমূল কংগ্রেস। আজ শনিবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি লেখেন, 'কর্ণাটকে আপনাকে জয় বজরংবলী বলতে শোনা যাচ্ছে, অথচ মণিপুর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মৌন ব্রত পালন করেছেন। প্রধানমন্ত্রী কি শুধু যে যে জায়গায় ভোট আছে সেখানেই যাবেন নাকি অন্য কোথাও যাওয়ারও পরিকল্পনা আছে?'
Jai Bajrangbali in Karnataka, Hon’ble Modiji but Maun Vrat for Manipur?
— Mahua Moitra (@MahuaMoitra) May 6, 2023
Prime Minister only for election going states or all states?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us