New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: 'যাকে টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? সিবিআই দফতরে যার ফোন আসে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন?' রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আলিপুর আদালত থেকে বেরোনোর সময়ে এই প্রশ্ন করলেন তিনি।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us